কবিতা : শৈশবের কাচ     

প্রতিনিধি | সাহিত্য

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২০|১৫:২৫:৩৪ মি.


মাহী ফ্লোরা

আমার দুটো চোখ অদৃশ্য সুতোয়, তোমার চোখের সাথে বাঁধা। 

এই যে তোমার চোখে সেই জলপ্রপাতকে পড়তে দেখি, নাভীতে খেতে দেখি চুমু, ঝুলন্ত সেতুটাকে ধরে ধরে হাঁটতে দেখি, ভালোবাসতে দেখি নিভৃতে আমাকে! দুটো চোখকে দেখি জোড়া রাজহাঁসের মতো পেরিয়ে যেতে পথ। ফুলে ফুলে উঠতে দেখি ঢেউ, হাওয়ার ভেতর ঘুরপাক খায়, সম্ভব স্মৃতির ঊর্ণাজাল। কোনো হুইসেল বাজে না, ট্রেন এসে থামে না, বাঁধানো গাছের সারির মতো শুধু অচেনা মানুষ এসে নামে।

তোমার চোখের কোলে আমাকে দেখি-শিশুর মতো পায়ে পায়ে নাচে, মেলায় যায়, হারিয়ে গেলে কাঁদে, সামান্য চায়, ফেলে যেও না, শৈশবের ভেঙে ফেলা কাচে।
 

পাঠকের মন্তব্য Login Registration